শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩ : ১২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদ কাম্বলিকে মঞ্চে দেখে শিহরিত দেশের ক্রিকেটমহল।
একসময় শচীন তেণ্ডুলকরের থেকেও প্রতিভাবান ধরা হত কাম্বলিকে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক হওয়ার পর থেকেই কাম্বলি ধীরে ধীরে সরে যান ভারতীয় ক্রিকেট থেকে।
মাদকাসক্ত হয়ে পড়েন। স্ত্রীকে মারধর করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। রিহ্যাবে যেতে হয় তাঁকে। সম্প্রতি আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময়ে তাঁর কথা আটকে যাচ্ছিল। একসময়ের প্রিয় বন্ধু শচীনের হাত চেপে ধরেন তিনি। মাস্টার ব্লাস্টার হাত ছাড়িয়ে চলে গেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন মাস্টার ব্লাস্টারের গতিপথের দিকে।
কাম্বলিকে দেখে সহানুভূতিশীল অনেকে। ওয়াঘার ওপারও আশঙ্কিত তাঁর পরিস্থিতি দেখে। কাম্বলির মতো অবস্থা যেন আর কারও না হয়, সেই প্রার্থনাই সবার। ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে চিন্তিত পৃথ্বী শ-কে নিয়ে। তিনিও একসময়ে ছিলেন বিস্ময়বালক। কিন্তু ধীরে ধীরে তিনিও বিপথগামী হন। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দেয়। এবারের আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তবুও তিনি অবিক্রিতই থেকে যান। তাঁর ছেলেবেলার কোচ বলেন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা না থাকার জন্যই দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও পৃথ্বী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ভারতের তরুণ তারকা অবস্থা দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত। পাক মুলুক থেকে পৃথ্বীর জন্য তাঁর পরামর্শ, নিজের খেলার উন্নতি ঘটাও। ক্রিকেটে ডুবিয়ে দাও নিজেকে।
বাসিত তাঁর ইউটিউবে বলেন, ''পৃথ্বী শ সাব, নিজেকে শুধরাও। তোমার বয়স ২৩-২৪ হবে। আমার ছেলের সমান বয়স তোমার। দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না। তুমি ক্রিকেটার, তোমার অবস্থা দেখে আমি যন্ত্রণাকাতর। তুমি আমাদের পরিবারেরই অংশ। ওহে পুত্র, নিজেকে ক্রিকেটে ডুবিয়ে দাও। নিজের উন্নতি করো। আইপিএল নিলামে তোমাকে নেওয়া হয়নি, তাতে ক্ষতি কিছু হয়নি। নিজের উপরে আস্থা রাখ। পারফর্ম করো। কঠিন পরিশ্রম কখনও বিফলে যায় না।''
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে পৃথ্বী শ-কে। ওজন বেড়ে যাওয়ার জন্য মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়তে হয় পৃথ্বীকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রত্যাবর্তন ঘটে। বছরের গোড়ার দিকে আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পৃথ্বী শ। ৮টি ম্যাচে ১৯৮ রান করেন তিনি। দেশ বিদেশ থেকে পৃথ্বীর জন্য শুভেচ্ছা ও পরামর্শ ভেসে আসছে। এর মধ্যেই বাসিত আলি তাঁকে জানালেন, নিজেকে বদলে ফেলো। দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না।
# PrithviShaw#BasitAli#VinodKambli
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...
দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...
কেমন আছেন কাম্বলি? জানুন চিকিৎসক কী বলছেন
'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...
অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...
পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...